আজকাল ওয়েবডেস্ক: রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের খেলা দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির ছিলেন যশপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন এবং ছেলে অঙ্গদ। চার উইকেট তুলে নিয়ে লখনউয়ের বিরুদ্ধে দিল্লিকে জিততে সাহায্য করেন তারকা পেসার। গেমচেঞ্জারের ভূমিকা পালন করেন। মাঠে যখন বুমরা দাপট দেখাচ্ছেন, গ্যালারিতে দেখা যায় জুনিয়রকে। সঙ্গে সঙ্গে ক্যামেরার ঝলকানি। সোশ্যাল মিডিয়ায় ক্ষুদে বুমরাকে নিয়ে আলোচনা শুরু হয়। বুমরার স্ত্রীর কথায়, ছোট্ট অঙ্গদকে কটাক্ষও করা হয়। এটা দেখে মাথা ঠাণ্ডা রাখতে পারেননি সঞ্জনা। মেজাজ হারান। সোশ্যাল মিডিয়ার ট্রোলের বিরুদ্ধে সরব হন।
ম্যাচের মধ্যে তাঁর ছোট্ট ছেলেকে নিয়ে আলোচনা মেনে নিতে পারেননি। ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্জনা লেখেন, 'আমাদের ছেলে আপনাদের বিনোদনের অঙ্গ নয়। আমি এবং যশপ্রীত আমাদের ছেলেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখি। জানি ক্যামেরা ভর্তি ক্রিকেট স্টেডিয়ামে একজন বাচ্চাকে আনলে কী হতে পারে। কিন্তু আমরা শুধুই যশপ্রীতকে সমর্থন জানাতে এসেছি। আমরা চাই না আমাদের ছেলেকে ভাইরাল করা হোক। মাত্র তিন সেকেন্ডের ফুটেজ থেকে যেভাবে অঙ্গদকে নিয়ে চর্চা করা হচ্ছে, মানা যায় না। ওর মাত্র দেড় বছর বয়স। একজন শিশুর ক্ষেত্রে বিষন্নতা, ট্রমা শব্দগুলো ব্যবহার করা উচিত নয়। সম্প্রদায় হিসেবে আমরা যেদিকে এগোচ্ছি, খুবই হতাশার।' লখনউকে হারিয়ে টানা পাঁচ ম্যাচ জেতার রেকর্ড করল মুম্বই। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে হার্দিক পাণ্ডিয়ারা।
